আজ সকাল ৯ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪। এ উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের উদ্যোগে এক প্রাণবন্ত র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি সকাল ৯ টায় শুরু হয়, যেখানে সকল স্তরের চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। র্যালীটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালীর পর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা দেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. জিল্লুর রহমান খান, ডা. মো. জোবায়ের মিয়া, এবং ডা. রেদোয়ানা হোসেন। বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।
এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল, “কর্ম ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেওয়ার সময় এখনই।” বক্তারা মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং সমাজে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান।
আরও দেখুনঃ