জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদকে পাবনা মানসিক হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে, বর্তমান পরিচালক ডা. শাফকাত ওয়াহিদকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে (পার-১) সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করা হবে।
আরো পড়ুন-