দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২৪ সালের সেপ্টেম্বর সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- নিকটজনের আকস্মিক মৃত্যু । এবারের ম্যাগাজিনে নিকটজনের আকস্মিক মৃত্যু বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা রয়েছে “মনের খবর” সেপ্টেম্বর সংখ্যায়–
“নিকটজনের আকস্মিক মৃত্যুতে কি ধরনের মানসিক পরিবর্তন হয়”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য্য।
”বিয়োগশোক, তীব্র শোক ও শোক পালন” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন বর্ডার গার্ড হাসপাতালের উপ মহাপরিচালক অধ্যাপক কর্নেল ডা. জুলহাস উদ্দিন আহাম্মদ।
”নিকটজনের মৃত্যু ও আমাদের সামাজিকতা” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মতিন।
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে ১৮ জুলাইয়ের সৈনিক শহীদ তাহমিদের বাবার সাক্ষাৎকার।
“গ্রিফ রিয়েকশন – দুঃখের প্রতিক্রিয়া”-শিরোনামে বিশেষ আয়োজন বিভাগে লিখেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের রেজিস্টার ডাক্তার ডা. দিল মোহাম্মদ সাজ্জাদুল কবির সবুজ।
“প্রিয়জনের আকস্মিক মৃত্যু ও মানসিক রোগ” শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা।
”একিউট ডিজঅর্ডার ও পিটিএসডির চিকিৎসা” শিরোনামে মানসতসারোগ চিকিৎসা বিভাগে লিখেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার ফারুক।
”হঠাৎ অভিভাবকহীন হয়ে পড়লে শিশুর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবারের অন্যদের করনীয়” শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন ডা. মাহবুবা রহমান।
”মিডিয়া ও সিনেমাতে নিকটজনের মৃত্যুর সঙ্গে মাদকের ব্যবহার” শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন ডা. আসাদুল বারী চৌধুরী অমি।
”জীবন সঙ্গীর মৃত্যু” শিরোনামে যৌন স্বাস্থ্য ও সম্পর্ক বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান।
”সঙ্গীর মৃত্যুতে বার্ধক্য অসহায়ত্ব” শিরোনামে প্রবীন ও মন বিভাগে লিখেছেন ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার।
”কর্মক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে আর্থিক টানাপোড়ন” শিরোনামে পেশা ও মন বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ডা. দেবদুলাল রায়।
“প্রিয়জনের মৃত্যুতে নিজের মৃত্যুকাঙ্খা”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি ডা. ফয়সাল রাহাত।
মনস্তত্ত্ব বিভাগে মার্টিন লুথার কিং জুনিয়র’কে নিয়ে লিখেছেন ডা. মনিশংকর বালা।
পুলিশ কি মানুষের বন্ধু? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
এছাড়াও মনের খবর সেপ্টেম্বর সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “প্রিয়জনের আকস্মিক মৃত্যুর পর কখন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে?” শিরোনামে ডা. মো. মেহেদী হাসানের লেখা।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।
আরো পড়ুন-