ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠানটির শিক্ষক এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য নিয়মিত সিএমই (কন্টিনিউং মেডিক্যাল অ্যাডুকেশন) প্রোগ্রামের আয়োজন করে থাকে৷
আজ বৃহস্পতিবার (১৮/০৪/২৪) দুপুরে ’Sleep: Clinical Aspects’ শীর্ষক প্রতিপাদ্যে ধারাবাহিক চিকিৎসা শিক্ষা বা সিএমই প্রোগ্রাম আয়োজন করেছে কলেজটির মনোরোগবিদ্যা বিভাগ।
এই বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপন করেন ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু সালেহ মো. মনিরুল ইসলাম, চেয়ারপার্সন হিসেবে ছিলেন মনোরোগ বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অধ্যাপক শাহিদা চৌধুরী। এছাড়াও উপাধ্যক্ষ এবং অন্যান্য বিভাগের অধ্যাপকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং চিকিৎসক উপস্থিত ছিলেন৷ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
বক্তব্যের শেষে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।