নভেল করোনাভাইরাসের প্রভাবে দুশ্চিন্তাগস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রায় অর্ধেক তরুণ। এর মধ্যে ৭০ ভাগ তরুণ শিক্ষাজীবন নিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। মঙ্গলবার জাতিসংঘের সংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর একটি জরিপে এসব বিষয় উঠে আসে।
‘ইয়ুথ অ্যান্ড কভিড-১৯ ইমপ্যাক্টস অন জবস, এডুকেশন, রাইটস অ্যান্ড মেন্টাল ওয়েল বিং’ নামে জরিপটি চালায় আইএলও
এতে উঠে আসে, করোনা মহামারীর প্রভাবে বিশ্বের প্রায় অর্ধেক তরুণ দুশ্চিন্তায় ভুগছেন। এ ছাড়া এক তৃতীয়াংশ তরুণ ভবিষতে নিজেদের ক্যারিয়ার নিয়ে শঙ্কিত।
১১২টি দেশের ১২ হাজারের বেশি তরুণ এই অনলাইন জরিপে অংশ। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ তরুণই ছিলেন শিক্ষিত।
লকাডাউনের কারণে অনলাইন এবং দূরশিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরে বেশিরভাগ তরুণ শিক্ষার্থী জানিয়েছে, তারা এখন অনেক কম শিখতে পারছে।
স্বল্প উন্নত দেশের তরুণদের অবস্থা আরো খারাপ, কারণ এখানে বেশিরভাগের ইন্টারনেট এবং প্রযুক্তি সরঞ্জামের অভাব রয়েছে।
জরিপে বলা হয়, কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তরুণেরা করোনা মহামারির প্রভাবে দীর্ঘকাল ধরে ভুগবেন।
আইএলও’র মহাপরিচালক গায় রাইডার বলেন, করোনা মহামারি তরুণদের ওপর একাধিক ধাক্কা দিয়েছে। এটা শুধু যে কর্মক্ষেত্র এবং কাজের সম্ভাবনা ধ্বংস করছে তা নয়- শিক্ষা , প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্বক প্রভাব ফেলছে।
সূত্র: বিবিসি
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন:সুস্থ থাকুন সর্তক থাকুন