করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমানোর ওষুধ স্বল্পতা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা আক্রান্তদের চাপমুক্ত রাখতেই এ ধরনের ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা। হঠাৎ করেই সে কারণে ওষুধগুলোর চাহিদা বেড়ে গিয়ে ঘাটতি দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) চাপ ও উদ্বেগ প্রশমনের ওষুধ সেরট্রালাইন স্বল্পতার কথা গত শুক্রবারই জানিয়ে দিয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এমনকি জলফ্ট গ্রুপের ওই ওষুধ এ বছর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক বিক্রি হয়েছে। বিশেষজ্ঞরা সম্প্রতি জানান, করোনাভাইরাস মহামারি কাটিয়ে ওঠার পর যুক্তরাষ্ট্রে মানসিক সমস্যা প্রকট আকারে দেখা দেবে। সে ই প্রতিবেদন প্রকাশের পরই এ তথ্য জানা গেল।
বিশেষজ্ঞরা এও বলছেন, কেবল করোনাভাইরাসের কারণেই মানসিক উদ্বেগ বাড়ছে না, লকডাউনেরও কুপ্রভাব পড়ছে। করোনাভাইরাসের কারণে মানুষের স্বাভাবিক আচরণ বিঘ্নিত হচ্ছে। মানসিক চাপ, স্বতঃস্ফূর্ত মেলামেশা নষ্ট হচ্ছে, আইসোলেশনে থাকার ফলে মাদকাসক্তিও বেড়ে যাচ্ছে।
সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, ৫০ শতাংশ মার্কিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৯ সালের তুলনায় এ বছরের এপ্রিলে মানসিক সমস্যার কারণে সরকারের হটলাইন নম্বরে ফোন দেওয়ার সংখ্যা এক হাজার শতাংশ বেড়ে গেছে।
করোনাভাইরাস মহামারির মধ্যে অন্যান্য ওষুধেও স্বল্পতা দেখা দিচ্ছে।
সূত্র : ফক্স নিউজ
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন