ইংল্যান্ডের অনেক স্থানে মানসিক রোগাক্রান্ত শিশু ও কিশোরদের মধ্যে গড়ে ৫ জনের মধ্যে ৪ জনই পর্যাপ্ত মানসিক স্বাস্থ্যসেবা পায় না।
সম্প্রতি ন্যাশনাল হেলথ সার্ভিসের এক অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে।
মানসিক স্বাস্থ্য বিষয়ক ১৫টি ট্রাস্টের থেকে নেয়া তথ্য থেকে জানা যায় যে, পুরো ইংল্যান্ডে প্রতি ১০ জন শিশু ও কিশোরের মধ্যে ৬ জনই ভীতি, অবসাদ ইত্যাদি সাধারণ মানসিক রোগের কোনো চিকিৎসা গ্রহণ করে না। যার ফলে পুর্ণ বয়সে এই সমস্যাগুলো আরো প্রকট হয়ে দেখা দিতে পারে।
শিশু ও কিশোরদের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. ডমিনিক থম্পসন এ প্রসঙ্গে বলেন, শিশু কিশোররাই আমাদের পরবর্তী প্রজন্ম। তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সরকারের এখনই পদক্ষেপ নেয়া উচিত। নইলে ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করবে।
এছাড়াও ফ্যাকাল্টি অব পাবলিক হেলথের আরেকটি অনুসন্ধানে জানা যায়, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় অনেক ক্ষেত্রে অভিভাবকরা অবহেলা করে থাকেন। এবং বিদ্যালয় ছেড়ে যাওয়া শিশুদের ১০ থেকে ১৫ শতাংশ মানসিক রোগে ভোগে।
তথ্যসূত্র- দ্যা গার্ডিয়ান, বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক, মনেরখবর.কম