সমস্যা:
আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র। প্রায় এক বছর ধরে আমি মানসিক সমস্যায় ভুগছি। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমার মন খুব খারাপ হয়ে যায়। কাজ কর্মে আর আগের মতো আগ্রহ পাই না। কারো সাথে কথা বলতেও ইচ্ছে করে না। বাসায় মেহমান আসলে তাদের সামনে যাই না, এমনকি বন্ধুদের সাথে যোগাযোগও কমে গেছে। লেখাপড়াতে মনোযোগ দিতে পারছি না। দিনদিন আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। সব সময় ক্লান্ত লাগে। ঘুম আগের থেকে অনেক বেড়ে গেছে। আমি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ:
আপনার এই রোগটির নাম বিষণ্নতা। আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে নিয়মিত পরামর্শ নিলে এবং ঔষুধ খেলে সম্পুর্ণ রূপে ভালো হয়ে যাবেন। পড়ালেখা করতে পারবেন এবং ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনে অবদান রাখতে পারবেন।
পরামর্শ দিচ্ছেন,
প্রফেসর ডা. গোলাম রব্বানী
দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।