দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২৫ সালের মার্চ সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- আড্ডা । এবারের ম্যাগাজিনে আড্ডা বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা রয়েছে “মনের খবর” মার্চ সংখ্যায়–
“আড্ডা: কথোপকথনের শিল্প ও মানসিক সুস্থতা”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য্য।
”জীবনে আড্ডার আবেশ” শিরোনামে অন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মতিন।
”আড্ডার মধ্য দিয়ে মনের লুকানো জগৎ” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা।
আরও রয়েছে শাহবাগে প্রতিনিয়ত আড্ডা দেয়া কিছু সদস্যদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
”কথোপকথনের কালান্তর এবং আড্ডার পালা বদল”- শিরোনামে বিশেষ আয়োজন বিভাগে লিখেছেন মনের খবরের সহ-সম্পাদক আনিছুজ্জামান রুমি।
“খারাপ সঙ্গের প্রভাব: মানসিক সমস্যা ও পারিবারিক জীবনে বিপর্যয় ”-শিরোনামে মানসিক রোগ বিভাগে লিখেছেন ডা. মো. সেলিম বাবু ।
“আড্ডায় মানসিক সুস্থতা ও সামাজিক দক্ষতা বাড়ে ” শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন মার্কস মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সামিউল আলম।
”শিশুদের সামনে বড়োদের আড্ডার ধরন এবং তাদের নিজস্ব আড্ডার আদর্শ রূপ ” শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফারজানা ওমর তানজু।
”আসক্তির ফাঁদ ও আড্ডার ভূমিকা ” শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন ডা. আসাদুল বারী চৌধুরী অমি।
”সঙ্গীর সাথে আড্ডা এবং সম্পর্কের দৃঢ় বন্ধন ” শিরোনামে যৌন স্বাস্থ্য ও সম্পর্ক বিভাগে লিখেছেন ডা. অনন্যা কর।
”বয়স বাড়লেও বন্ধুত্বপূর্ণ আড্ডার প্রয়োজন” শিরোনামে প্রবীন ও মন বিভাগে লিখেছেন ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার।
”আড্ডা খেলোয়াড়দের পারস্পরিক বোঝাপড়া ও দলীয় সংহতি বাড়ায় ” শিরোনামে ক্রীড়া ও মন বিভাগে লিখেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিজয় কুমার দত্ত।
”অফিসের ভিতরে এবং বাহিরে আড্ডা কেমন হওয়া উচিত ” শিরোনামে পেশা ও মন বিভাগে লিখেছেন ডা. দেবদুলাল রায়।
মনস্তত্ত্ব বিভাগে ”একজন মিসাইল ম্যান এবং মনস্তত্ত্ব’’ নিয়ে লিখেছেন ডা. মনিশংকর বালা।
“কর্মক্ষেত্রে আড্ডা: লাভ না-কি ক্ষতি?”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন ডা. ফয়সাল রাহাত।
”বাংলাদেশের পথে প্রান্তরে টং দোকান ও চায়ের আড্ডা” বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন মনোরোগ বিশেষজ্ঞ সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
এছাড়াও মনের খবর মার্চ সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “পারিবারিক আড্ডা কেমন হওয়া উচিত” শিরোনামে মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা (রুমী) ‘র লেখা।।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।
আরো পড়ুন-