বিশ্ব অটিজম সচেতনতা দিবস ছিলো ২ এপ্রিল। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৮ উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ এপ্রিল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের যাপিত জীবনের বিশেষ বিশেষ মুহূর্তের ছবি নিয়ে শুরু হয়েছে একটি আলোকচিত্র প্রদর্শনী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)‘র উদ্যোগে এ প্রদর্শনী শুরু হয়েছে। এতে স্থান পেয়েছে শতাধিক ছবি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট আলোকচিত্রী শংকর শাওজাল। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা)‘র প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. শাহীন আখতার। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘‘অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুরা হচ্ছে অসাধারণ শিশু। আমি এ শিশুদের দেখি বিস্ময়ের সঙ্গে। তারা যা সৃষ্টি করতে পারে, আমরা তা পারি না। তারা যে জগতে বাস করে, তা আমাদের কাছে অচেনা। তাই আমরা মনে করি, ওরা স্বাভাবিক নয়।’’
সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সুযোগ্যা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিষয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন। অটিস্টিক বাচ্চাদের নিয়ে অভিভাবকদের লজ্জা ও অপরাধবোধ এখনো বিরাজমান। ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন হচ্ছে। তবে কিছুটা সময় লাগবে। অটিস্টিক শিশুদের মানুষ করার পুরোপুরি উপযুক্ত পরিবেশ আমাদের দেশে এখনো তৈরি হয়নি। সামাজিক দায়িত্ব ও মূল্যবোধ থেকে এ পরিবেশ তৈরিতে আমাদের এগিয়ে আসতে হবে। সত্যিকার অর্থে এ অসাধারণ শিশুদের সহায়তা করতে পারে এমন প্রতিষ্ঠান এদেশে গড়ে তুলতে হবে, যারা পেশাগত দক্ষতা, সততা ও মমত্ববোধ থেকে এ দায়িত্ব পালন করে যাবে।’’
সবার জন্য উন্মুক্ত এ আলোকচিত্র প্রদর্শনী আগামী ০৭ এপ্রিল পর্যন্ত চলবে।
প্রতিবেদক, মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।