আসছে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বি আই সি সি) আগারগাঁও-এ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর ২য় এন সি পি ২০২৩ আয়োজিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- বেটার টুগেদারঃ কোমর্বিডিটি, কনসালটেশন এন্ড লিয়াইসন ইন সাইকিয়াট্রি। উক্ত সম্মেলনে গবেষণা পদ্ধতি ও যৌন চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র নিবন্ধনকৃতরা’ই অংশগ্রহণ করতে পারবেন এন সি পি-এর ২য় সম্মেলনে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর ওয়েবসাইটের তথ্য মতে নিবন্ধন এখন বন্ধ রয়েছে। অংশগ্রহণকারীদের নিবন্ধনের মধ্যে থাকবে কনফারেন্স এন্ট্রি, সেশন, কনফারেন্স কিট, দুপুরের খাবার, ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র। প্রতি অংশগ্রহণকারী ব্যক্তি একজনকে সাথে নিয়ে আসতে পারবেন। সহগামী ব্যক্তিদেরও ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এর জন্য নিবন্ধন করতে হবে।
সম্মেলনে আকর্ষণ হিসেবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।