স্টেরিওটাইপ মুভমেন্ট ডিজঅর্ডার

Woman biting fingernails

স্টেরিওটাইপ মুভমেন্ট ডিজঅর্ডারের লক্ষণগুলোর মধ্যে রয়েছে পুনরাবৃত্তিমূলক কাজ, আপাতদৃষ্টিতে পরিচালিত অস্বাভাবিক শারীরিক আচরণ।যেমন: হাত কাঁপানো, শরীরে ঝাঁকুনি, নিজেকে আঘাত করা  এই আচরণগুলো স্বাভাবিক আচরণের সাথে বেশ দ্বন্দ্ব সৃষ্টি করে এবং কিছু ক্ষেত্রে এটা একধরণের ব্যক্তিগত নির্যাতনে রূপ নেয়, যাতে পরবর্তী কালে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়

যদি ব্যক্তির মধ্যে কোনো রকম মানসিক প্রতিবন্ধকতা থেকে থাকে, তবে নিজেকে আঘাত করার প্রবণতা আরো বেশি হতে পারে এবং সে কারণে চিকিৎসার আওতাধীন হওয়া জরুরী হয়ে পড়েউল্লিখিত আচরণগুলো চিন্তার পুনরাবৃত্তি, মাংসপেশীর খিচুনি (টিক ডিজঅর্ডার), চুল টেনে ছেড়া (ট্রাইকোটিলোম্যানিয়া) এর অংশএই আচরণের পেছনে কোনো রকম মেডিক্যাল অবস্থা কিংবা মাদকের কোনো সরাসরি প্রভাব নেইএই ডিজঅর্ডারটি ৪ সপ্তাহ কিংবা তার বেশি সময় ধরে ব্যক্তির ভিতরে দেখা যেতে পারে

তথ্যসূত্র: সাইকসেন্ট্রাল ডটকমে প্রকাশিত  Steve Bressert  এর আর্টিকেল অনুবাদ করেছেন সুপ্তি হাওলাদার।
লিংক: https://psychcentral.com/disorders/stereotypic-movement-disorder-symptoms/

Previous articleসামাজিক দক্ষতা বাড়ান, আত্মবিশ্বাসী হয়ে উঠুন
Next articleআত্মবিশ্বাসী হওয়ার ৫টি মূলমন্ত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here