বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনার প্রতিষ্ঠান আয়োজিত কর্মসূচির খবর মনের খবর মাসিক ম্যাগাজিন এবং মনের খবর অনলাইনে প্রকাশ করতে কর্মসূচির তথ্য পাঠিয়ে দিন info@monerkhabor.com এই মেইলে
আজ ১০ অক্টোবর সারাবিশ্বে একযোগে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য”। বাংলাদেশেও দিবসটি পালনে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান পার্ক ভিউ মেডিকেল কলেজে মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো র্যালী এবং আলোচনা অনুষ্ঠান। “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” এই প্রতিপাদ্য সামনে রেখে এবারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনের প্রধান অতিথি ছিলেন বিএমএ এর সুযোগ্য মহাসচিব সিলেটের গর্ব সাবেক অতিরিক্ত মহাপরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর) ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক এবং হাসপাতাল পরিচালক ডা. মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্ক ভিউ মেডিকেল কলেজের মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা.দীপেন্দ্র নারায়ণ দাস। সভায় এবং র্যালীতে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল মনের খবর টিভি এবং ম্যাগাজিন।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে