সময় যেন সত্যিই পাখির ডানায় চড়ে উড়ে গেল! দেখতে দেখতে ‘মনের খবর’ এর পথচলা ১০ বছরে পা দিল। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর যে ছোট্ট স্বপ্নের আলো নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা, আজ তা পরিণত হয়েছে এক দশকের ইতিহাসে।
‘মনের খবর’ দশটি বছর পাড়ি দিয়েছে। শুরুর দিন থেকেই আমাদের পাশে পেয়েছি আপনাদের—সঙ্গবদ্ধ, সহযোগিতাপূর্ণ। আজও সেই বন্ধন অটুট। এই দীর্ঘ এক দশকে ছিলো সুখ-দুঃখ, চড়াই-উতরাই, আনন্দ-বেদনা, হতাশা ও উদ্দীপনার মিলিত যাত্রা।
কখনো মনে হয়েছে, বাংলাভাষী সবার কাছে আমাদের প্রচেষ্টা পৌঁছে দিতে পারলে হয়তো স্বপ্ন পূর্ণ হতো। আবার অনেক সময় মনে হয়েছে, হয়তো সবকিছু বন্ধ করে দেওয়াই ভালো। তবে এমন নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও থেমে যায়নি আমাদের পথচলা। এভাবেই এক দশক কেটে গেল।
এই পথচলায় কাকে ধন্যবাদ দেব? আমাদের যারা কাজ করি, তারা দেখেছি—‘মনের খবর’-এর যেকোনো প্রয়োজনে কেউ না কেউ এগিয়ে এসেছেন। দায়িত্ব নিয়েছেন হাসিমুখে। যদিও বাস্তবতা এটাই—সবাই সব কাজ করতে পারেন না। তবু সবার প্রচেষ্টায় আমরা এগিয়ে চলেছি।
দেশের মানুষের মানসিক স্বাস্থ্য উন্নয়নে আমাদের ছোট্ট এই উদ্যোগ যদি সামান্য অবদান রাখতে পারে, তবে সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এক দশকের এই পথচলা আপনাদের সঙ্গে নিয়ে হয়েছে। আগামীতেও আপনারা পাশে থাকবেন—এই বিশ্বাস নিয়েই আমাদের অগ্রযাত্রা।
১০ বছর পূর্তিতে ‘মনের খবর’ সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানায়। একসঙ্গে আরও বহু দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে আমরা চলছি।
আরও পড়ুন: