বিশ্ব শিশু দিবস আজ

0
30

দেশে জাতীয় শিশু দিবস পালন করা হয় ১৭ মার্চ। তবে সারা বিশ্বে শিশুদের অধিকার সুরক্ষিত করতে ২০ নভেম্বর (সোমবার) পালন করা হয় ‘বিশ্ব শিশু দিবস’।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘ফর এভরি চাইল্ড, এভরি রাইট’। অর্থাৎ প্রত্যেক শিশুর জন্য প্রত্যেকটি অধিকার। জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতেই এই প্রস্তাব গৃহীত হয়েছে ২০২৩ সালে।

সারা বিশ্বে ৭৩.৫ কোটি শিশু ভুগছে যথাযথ পুষ্টির অভাবে। অপুষ্টির আদতে ডেকে আনছে নানারকমের রোগ। যে কারণে বাড়ছে শিশুমৃত্যুর হার। আর এই বাস্তব ছবির কথাই তুলে ধরে ‘বিশ্ব শিশু দিবস’।

মূলত এই দিবসটি শিশুদের সম্মানে প্রতি বছর উদযাপিত হয়। এটি উদযাপনের তারিখ দেশ অনুসারে পরিবর্তিত হয়। ১৯২৫ সালে জেনেভায় বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম ‘আন্তর্জাতিক শিশু দিবস’ ঘোষণা করা হয়। ১৯৫০ সাল থেকে এটি বেশিরভাগ কমিউনিস্ট এবং পোস্ট-কমিউনিস্ট দেশগুলোতে ১ জুন উদযাপিত হয়।

১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ শিশু অধিকারের ঘোষণাকে স্মরণ করার জন্য ২০ নভেম্বর ‘বিশ্ব শিশু দিবস’ পালন করে। কিছু দেশে, এটি শিশু সপ্তাহ হিসেবে পালিত হয়।

 

Previous articleমাগুরা মেডিক্যাল কলেজে ’ডাক্তারদের হতাশা’ বিষয়ে সিএমই অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here