মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সবক্ষেত্রেই রয়েছে তাঁর সফল ও অনেক প্রাপ্তির বিচরণ। অভিনয়ের পাশাপাশি তিনি নির্দেশনা দিয়েছেন মঞ্চ ও টেলিভিশন নাটকে। অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তিনি শহীদুজ্জামান সেলিম। মনের খবর পাঠকের মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন তাঁর ভালো লাগার কথা, ভালো থাকার কথা, স্বপ্নের কথা, ভালোবাসার কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।
মনের খবর: কেমন আছেন?
শহীদুজ্জামান সেলিম: ভালো আছি।
মনের খবর: ভালো থাকার জন্য কী করেন?
শহীদুজ্জামান সেলিম: ভালো থাকার জন্য বিশেষ কিছু করি না, চিন্তা করি ভালো থাকবো।
মনের খবর: মন খারাপ হয়?
শহীদুজ্জামান সেলিম: হয় তো। ভালো মন্দ মিলিয়েই থাকি।
মনের খবর: মন ভালো করেন কীভাবে?
শহীদুজ্জামান সেলিম: অপেক্ষা করি। পরে আপনা আপনিই মন ভালো হয়ে যায়।
মনের খবর: রাগ হয়?
শহীদুজ্জামান সেলিম: চুড়ান্ত রকম।
মনের খবর: রাগ নিয়ন্ত্রণ করেন কীভাবে?
শহীদুজ্জামান সেলিম: এখানেও অপেক্ষা করি। সময়ই সব ঠিক করে দেয়।
মনের খবর: অভিনেতা না হলে কী হতেন?
শহীদুজ্জামান সেলিম: সেভাবে ভাবিনি। যেকোনো কিছু হতে পারতাম। এক সময় অভিনেতা হয়ে গেছি।
মনের খবর: স্মৃতি কাতরতা আছে?
শহীদুজ্জামান সেলিম: ভীষণরকম স্মৃতিকাতর আমি।
মনের খবর: কেমন সে স্মৃতিগুলো?
শহীদুজ্জামান সেলিম: সুখ দুঃখ মিলিয়েই আছে।
মনের খবর: শৈশবের স্মৃতিগুলো মনে আছে?
শহীদুজ্জামান সেলিম: হুম আছে। বলা যায় পুরোটাই।
মনের খবর: দু-একটি বলবেন কি?
শহীদুজ্জামান সেলিম: মনে পড়ে ছোটবেলায় বাবার হাত ধরে মাঠে যেতাম ফুটবল খেলতে। বন্ধুবান্ধবদের সাথে খেলা করতাম। অনেক অনেক সুখস্মৃতি শৈশবের।
মনের খবর: প্রেমে পড়েছেন কখনও?
শহীদুজ্জামান সেলিম: অনেকবার প্রেমে পড়েছি।
মনের খবর: আরেকবার প্রেম করার সুযোগ পেলে কি করবেন?
শহীদুজ্জামান সেলিম: (হাসি) করব হয়তো।
মনের খবর: স্বপ্ন দেখেন?
শহীদুজ্জামান সেলিম: প্রতিদিন স্বপ্ন দেখি।
মনের খবর: কখন স্বপ্ন বেশি দেখেন, ঘুমে নাকি জাগরণে?
শহীদুজ্জামান সেলিম: ঘুমেই দেখি।
মনের খবর: কেমন হয় সে স্বপ্নগুলো?
শহীদুজ্জামান সেলিম: বেশিরভাগই দুঃখের স্বপ্ন। সুখস্বপ্ন নয় আবার দুঃস্বপ্নও বলা যাবে না।
মনের খবর: মন খারাপের সময় আনন্দের অভিনয় অথবা মন ভালো থাকা অবস্থায় বিষাদের অভিনয় কীভাবে করেন?
শহীদুজ্জামান সেলিম: অনেকটাই অভ্যস্ততা। ভাত খাওয়ার সময় যেমন হাতের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন হয় না, অনেকটা তেমন।
মনের খবর: মানসিক রোগে আক্রান্ত হয়েছেন কখনও?
শহীদুজ্জামান সেলিম: ডাক্তারি ভাষায় মানসিক রোগ বলতে যা বুঝায় সেটা হয়নি।
মনের খবর: অনেক সময় নাটকের বিভিন্ন চরিত্রে মানসিক রোগাক্রান্তদের হাস্যকর চরিত্রে উপস্থাপন করা হয়। এটাকে কতটুকু সমর্থন করেন?
শহীদুজ্জামান সেলিম: কোনো নাটক বা সিনেমা যদি তৈরি হয় কোনো মানসিক রোগীকে কেন্দ্র করে এবং তার উপস্থাপন যদি সঠিক হয়ে তাহলে সেখানে কারো কোনো নেগেটিভিটি খুঁজে পাওয়ার কথা নয়। মানসিক রোগ আমাদের জীবনেরই একটা অংশ। তবে লক্ষ্য রাখতে হবে কে কি উদ্দেশ্যে চরিত্রটি নির্মাণ করছে এবং কি উপস্থাপন করতে চায়।
মনের খবর: অবসরে কী করেন?
শহীদুজ্জামান সেলিম: ধর্মীয় কাজগুলো করি, বিশ্রাম নেই, বই পড়ি, কাপড় পরিষ্কার করি।
মনের খবর: এক মাস পূর্ণ অবসর পেলে কী করবেন?
শহীদুজ্জামান সেলিম: ঘুরে বেড়াবো।
মনের খবর: আপনার জীবনে চাওয়া পাওয়ার দূরত্ব কতটুকু?
শহীদুজ্জামান সেলিম: চাওয়া পাওয়ার দূরত্ব তখনই বেশি হয় যখন চাওয়ার পরিমাণটা অনেক বেশি থাকে। এদিক থেকে বলতে পারি আমার চাওয়ার পরিমাণ অনেক কম তাই হয়তো প্রাপ্তির খাতাটা অনেক ভারী।
মনের খবর: মনেরখবর পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?
শহীদুজ্জামান সেলিম: আপনারা বাংলাদেশের নাটক দেখুন, বাংলাদেশের সিনেমা দেখুন, দেশীয় সংস্কৃতির সেবা করুন, বিজাতীয় সংস্কৃতি বর্জন করুন।
মনের খবর: ধন্যবাদ আপনাকে মনের খবর পাঠকদের সময় দেয়ার জন্য।
শহীদুজ্জামান সেলিম: মনের খবর ও পাঠকদেরকেও ধন্যবাদ।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে