বিশ্বব্যাপী পুরুষদের তুলনায় নারীরাই বেশি দুশ্চিন্তা করেন বলে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে। ফলে বেশি দুশ্চিন্তা থেকে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলেও গবেষণায় দেখা গেছে। ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গবেষণাটি পরিচালিত করে।
গবেষণায় দেখা গেছে, প্রাপ্ত বয়ষ্ক অভিজ্ঞ পুরুষের তুলনায নারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি । এর কারণ নারীরা অনেক বেশি দুশ্চিন্তা করেন। দুশ্চিন্তাগ্রস্ত থাকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তরুণরা। অভিজ্ঞ পুরুষদের তুলনায় অনেক বেশি দুশ্চিন্তায় থাকে তরুণরা।
‘দুশ্চিন্তা বা উদ্বেগ এক ধরনের মানসিক সমস্যা। সাধারণত অতিরিক্ত চিন্তা, ভয় এবং সামাজিক চাপের কারণেই দুশ্চিন্তা দেখা দেয়। তরুণরা সাধারণত তাদের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকে’ বলেও জানান তিনি।
গবেষণায় আরও দেখা গেছে, সারা বিশ্বের মধ্যে পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকা অঞ্চলে বসবাসকারী মানুষরাই তুলনামূলকভাবে বেশি দুশ্চিন্তা করেন। অন্যদিকে ৩৫ বছর বয়স পর্যন্ত তরুণ-তরুণীদের মধ্যে দুশ্চিন্তার প্রবণতা অনেক বেশি থাকে। ৩৫ বছরের পর পুরুষদের ক্ষেত্রে দুশ্চিন্তার পরিমাণ কমে যায়। তবে নারীদের ক্ষেত্রে এটা অনেকটা বিপরীত।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে