আমি জীবনকে অপূর্ণভাবে দেখি না: নাজনীন নাহার

[int-intro]লাক্স-চ্যানেল আই তারকা তিনি। জিতেছিলেন বেস্ট স্কিণ অ্যাওয়ার্ড। বাংলা সাহিত্যে পড়াশুনার পাশাপাশি কাজ করছেন এটিএন বাংলায়। এবং একই সাথে জড়িত সমাজসেবামূলক কাজে। তিনি নাজনীন নাহার। এত ব্যস্ততার ভীড়ে কেমন আছেন, কীভাবে ব্যস্ততার চাপ সামলে নিজেকে এগিয়ে নিয়ে যান, কেমন তাঁর মন, কেমন স্বপ্ন। মনেরখবরের মুখোমুখি হয়ে সেসব জানাচ্ছেন এই নতুন তারকা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন।[/int-intro]
[int-qs]লাক্স-চ্যানলে আই সুপারস্টারে নাম লিখিয়েছিলেন কেন??[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]শেখার জন্য। কারণ এখানে বিভিন্ন বিষয়ে গ্রুমিং করানো হয়। এবং গ্রুমিংগুলো করান সেসব বিষয়ের দেশসেরা প্রশিক্ষকগণ। আমার ধারণা সব মেয়েদেরই এমন প্রতিযোগিতায় অংশগ্রহন করা উচিত। তাতে একজন মানুষের হাঁটা চলা খাদ্যাভ্যাস থেকে শুরু করে মানুষের জীবনে যে লক্ষ্য থাকতে হয় এবং তা অর্জনের উপায় সম্পর্কে ধারণ অর্জন করবে। জীবনকে দেখা শোনা এবং মানোন্নয়নের জন্য এ জিনিষগুলো জানা জরুরি।[/int-ans]
[int-qs]আপনার নিজের ভেতর কী কী পরিবর্তন এসেছে?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]সবকিছুতেই পরিবর্তন এসেছে। এখন আমি জানি আমার লক্ষ্য কি, আমি কি করবো, কোনদিকে যাবো ইত্যাদি।[/int-ans]
[int-quote]আমি মনে করি এর পেছনে আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অভাব রয়েছে। মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, মানুষকে কীভাবে সম্মান জানাতে হবে এসব ব্যাপারে পারিবারিক ও সামাজিক শিক্ষা গুরুত্বপূর্ণ।[/int-quote]
[int-qs]ব্যক্তিগত প্রশ্ন। মন খারাপ হয়?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]হ্যাঁ, হয় তো।[/int-ans]
[int-qs]কেন মন খারাপ হয়?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]অনেক কারণেই মন খারাপ হয়। প্রথমত আমরা যখন কিছু চাই তার সবকিছু সবসময় আমাদের মনমতো নাও হতে পারে। এমন কিছু নিজের মনমতো না হলে মন খারাপ হয়। [/int-ans]
[int-qs]মন ভালো করতে কী করেন?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]মন খারপকে কীভাবে বশে আনতে পারি সেটা ভাবি। যে কারণে মন খারাপ হয়েছে তাকে পজেটিভভাবে দেখার চেষ্টা করি।[/int-ans]
[int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]দেখি।[/int-ans]
[int-qs]ঘুমের স্বপ্নগুলো কেমন?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]ঘুমের মধ্যে প্রিয়জনদের স্বপ্ন দেখি, তারপর যা কিছু ভাবছি বা কোনকিছু নিয়ে চিন্তিত আছি সেসব নিয়ে স্বপ্ন দেখি।[/int-ans]
[int-qs]ভূতে ভয় পান?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]না, একদমই না।[/int-ans]
[int-qs]একটি পুরোনো বাড়িতে সম্পুর্ণ একা রাত কাটাতে হলে তখন?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]তখন হয়ত ভয় পাবো। তবে সেটা নতুন একটা জায়গায় থাকার ভয়, একাকীত্বের ভয়। ভূতে ভয় পাবো না।[/int-ans]
[int-qs]জীবনের ইচ্ছে কি?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]এমন কিছু করা যাতে মানুষ আমাকে মনে রাখে।[/int-ans]
[int-qs]ইচ্ছের অপূর্ণতা কতটুকু?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]আমি জীবনকে অপূর্ণভাবে দেখি না।[/int-ans]
[int-qs]আপনি কিছু সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত। এ বিষয়ে কিছু বলবেন কি?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]আমি ওম্যান ভায়োলেন্সের উপর কাজ করি। বিশেষ করে এসিডদগ্ধ যারা বা ডমেস্টিক ভায়োলেন্সের শিকার নারীদের নিয়ে কাজ করে থাকি।[/int-ans]
[int-qs]দেশে নারীরা বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে। এর প্রধান কারণ কি বলে মনে করেন?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]আমি মনে করি এর পেছনে আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অভাব রয়েছে। মানুষের সাথে কেমন আচরণ করতে হবে, মানুষকে কীভাবে সম্মান জানাতে হবে এসব ব্যাপারে পারিবারিক ও সামাজিক শিক্ষা গুরুত্বপূর্ণ।[/int-ans]
[int-qs]ওম্যান ভায়োলেন্স নিয়ন্ত্রণের পদ্ধতি কি হতে পারে?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]ঐতো বললাম, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। এবং আইনকে আরো অনেক শক্তিশালী হতে হবে।[/int-ans]
[int-qs]পড়াশুনা, একটি স্বনামধন্য টিভি চ্যানেলে কাজ এবং এইসাথে সামাজিক কর্মকান্ড। একটি কারণে আরেকটি ক্ষতিগ্রস্ত হয় কি?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]আমি তা মনে করি না। বরং ব্যস্ততার মাঝেই ভালো থাকি। তবে পরীক্ষা আসলে বা পড়াশুনার চাপ বেশি থাকলে তখন অন্যদিকে কাজ একটু কমিয়ে দেই।[/int-ans]
[int-img name=””]https://monerkhabor.com/wp-content/uploads/2017/05/najnin-4.jpg[/int-img]
[int-qs]অবসরে কি করেন?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]অবসরে বই পড়ি, গান শুনি।[/int-ans]
[int-qs]কোন ধরণের বই বেশি পছন্দ?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]লাইফস্টাইল নির্ভর বইগুলোই বেশি পছন্দ করি।[/int-ans]
[int-qs]প্রিয় লেখক কে?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]রবীন্দ্রনাথ ঠাকুর।[/int-ans]
[int-qs]প্রিয় উক্তি?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]“অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।“[/int-ans]
[int-qs]প্রিয় কবিতার লাইন?[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা–
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়॥
সহায় মোর না যদি জুটে  নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।[/int-ans]
[int-qs]অনেক ধন্যবাদ মনেরখবরে সময় দেয়ার জন্য।[/int-qs]
[int-ans name=”নাজনীন নাহার”]ধন্যবাদ মনেরখবরকেও।[/int-ans]

Previous articleবডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা
Next articleমাথার বামপার্শ্বে প্রচন্ড ব্যথা, ঘুম হয় না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here