আমার স্ত্রীর হঠাৎ করে খুব কষ্টের অনুভূতি তৈরি হয়

সমস্যা:
আমার স্ত্রী খুব মানসিক কষ্টে ভুগছে, সে বলে তার নাকি হঠাৎ করে খুব কষ্টের অনুভূতি তৈরি হয় এবং মনে হয় চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করে। তার মাথার মধ্যে নাকি কেমন করে এবং ঘুমালে নাকি কি যেন কালো হয়ে আসে। মাঝে মধ্যে কিছুটা অপ্রকৃতিস্থ আচরণ করে। হাসে বা কান্নাকাটি করে। ওর বোবা ধরা সমস্যাও আছে। আমার বাবা মা ওর নাম ধরে কথা বললে ওর নাকি ভয় হয়। ও ভাবে ওকে বকাঝকা করছে। ওর বুকের মাঝে ধড়ফড় করে উঠে। প্লিজ স্যার আমি খুবই দুশ্চিন্তায় আছি আমাকে প্লিজ সাহায্য করুন।
 
পরামর্শ:
আপনার স্ত্রীর মানসিক কষ্টের ব্যাপারে আলোচনা করেন। আলোচনায় অনেক সমাধান চলে আসবে। পরবর্তিতে উন্নতি না হলে Tablet Escitalopram (Naxeital) 10mg ও Alprazolam 0.5mg (Alzolam 0.5mg) ১টা রাত্রে খাবেন ০১ থেকে দেড় মাস। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিবেন।
পরামর্শ দিচ্ছেন,
প্রফেসর ডা. মো. রেজাউল করিম


দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleগড়ে
Next articleআড্ডা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here