Friday, December 13, 2024

OCD কি ১০০% নিরাময়যোগ্য ?

প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

প্রতিদিনের চিঠি

চিঠি

আসসালামু আলাইকুম, সমস্যাটা আমার বড় ভাইয়ের। OCD(Obsessive Compulsive Disorder)-এ আক্রান্ত আমার বড়ভাইটি। Chronic না, তবে আছে এবং চিকিৎসা চলছে। এটা Army Medical Core-এ ঢোকার ব্যাপারে কতখানি বাধা? চিকিৎসার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে রেখে AMC-তে ঢোকা সম্ভব কিনা? আর এই ফাঁকে কেউ জানাবেন যে এটা কি ১০০% নিরাময়যোগ্য? এর চিকিৎসার জন্য বাংলাদেশের সেরা জায়গা কোথায়/কে?

অর্থাৎ ২টি প্রশ্ন-

১। OCD, AMC-তে ঢোকার ব্যাপারে কত বড় বাধা, নাকি OCD নিয়েও ঢোকা যায়, তেমন কোনো সমস্যা হয় না?

২। OCD কি ১০০% নিরাময়যোগ্য আর এর বেস্ট ট্রিটমেন্ট বাংলাদেশের কোথায় হয়?

অগ্রিম ধন্যবাদ

মন প্রতিদিন

উত্তর

আপনাকে ধন্যবাদ আমাদের কাছে জানতে চাওয়ার জন্য।

আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর আগে দেই। এটা শতভাগ ভালো হবে ভালো থাকবে ঠিক এভাবে বলা যাবে না। তবে আজকালের চিকিৎসায় অনকে ভালো থাকা যায়। ঔষধ এবং প্রয়োজনীয় সাইকোথেরাপির মাধ্যমে সমস্যা আর চিন্তাকে এতোটাই কন্ট্রোল করা যায় যে স্বাভাবিক কাজ করতে খুব বেশী সমস্যা হয় না। আমরা আজকাল, ওসিডির অনেক রোগী দেখি। তারা তাদের স্বভাবিক কাজ করতে পারে। পড়াশোনা, অফিস চাকরি, নিজের কাজ বাসার কজ সবই ভালোভাবে করতে পারে। তবে এই বিষয়ে পরিবারের অন্যদের সাপোর্ট খুব দরকার হয়। অনেকেই আক্রান্ত মানুষটিকে যথাযথ সহায়তা করতে চায় না। সেক্ষেত্রে সমস্যা হয়। আপনি যেহেতু ভাইয়ের সাপোর্ট করছেন, ধরে নিচ্ছি আপনার ভাই যথাযথ চিকিৎসা নিলে ভালো থাকবেন।

আজকাল অনেক জায়গাতেই এর ভালো চিকিৎসা হয়। যেকোনো মেডিকল কলেজেই ভালো চিকিৎসা হয়। আমরাও সরাসরি চেম্বারে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চিকিৎসা দেই। আমাদের সাইকিয়ট্রিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজি, দুই ধরনের সাপোর্টই আছে।

আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার দ্বারা দেয়া কঠিন।

ভালো হয় সেনাবাহিনীতে কর্মরত কারো কাছে জেনে নেয়া। তবে যদি রোগ কেন্ট্রোলে থাকে তবে অসুবিধা হওয়ার কথা না। ধন্যবাদ।

আসুন জেনে নেই OCD রোগটা কী?? কেনো মানুষ নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়! – 

ইতি,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

অধ্যাপক ও চেয়ারম্যান (এক্স), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
মনোরোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ।
চেম্বার:MK4C, মনের খবর ফর কেয়ার
মগবাজার রেইল গেইট।
চেম্বার সিরিয়াল: ০১৮৫৮৭২৭০৩০
অনলাইন: ০১৮৪৪৬১৮৪৮