
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন
আমার বয়স ২৭ বছর, আমি এক জন বিশ্ববিদ্যালয়ের ৩ বর্সের ছাএ,কিছুদিন যাবত আমি কিছু সমস্যায় ভুগচ্ছি,।আমার কোন কিছুই করতে ভালো লাগে না। আমি কোন কাজে কেন জানি সিরিয়াস হতে পারি না।নিজেকে কেনো জানি অপ্রয়োজনীয় বলে মনে হয়,।এখন পর্যন্ত জীবনে কিছুই অর্জন করতে পারি নাই।নিজেকে মনে হয় বুদ্ধি পতিবন্ধী।জীবনে একটাও ভালো সিদ্ধান্ত নিতে পেরেছি বলে মনে হয় না। দিন দিন কেন জানি অলস হয়ে যাচ্ছি।আমার ভালো কিছু করার ইচ্ছা টাই কেন জানি লোপ পাচ্ছে । আমার ভবিষ্যতের কোন চিন্তা ভাবনা মাথায় আসেনা, আমার মনে হয় এই মুহূর্তে আমি মার গেলে আমার কোন আফসোস ও থাকবে না,পৃথিবী টা অর্থ হীন। কিন্ত আত্বহত্যা করার কোন প্রবনতা আমার ভিতর নাই।কেন জানি বেচে থাকার ইচ্ছা টাই আমার হারিয়ে গেছে। আমি যে ভবিষ্যতে কি করবো আমি নিজেও জানি না, পড়াশোনা করতে হয় বলে করতেছি।আমি আপনাদের পরামর্শ আসা করছি ।