৬৮.৭৫% লোকের কাছে সাইকোথেরাপি প্রথম পছন্দ

0
46

ওষুধের ব্যাপারে মানুষের ভ্রান্ত বিশ্বাস এখনো রয়েছে |৬৮.৭৫% লোক সাইকোথেরাপিকেই চিকিৎসা হিসেবে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়। ১৪ নভেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁ’র বলরুমে বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম) এর ১৪ তম বার্ষিক কনফারেন্সে ‘শিশু এবং কিশোরী রোগীদের উপর সাইকোট্রপিক ওষুধের ব্যবহার এবং বিরূপ প্রভাব সম্পর্কে পিতামাতার মনোভাব এবং বিশ্বাস’ শীর্ষক ওরাল প্রেজেন্টেশনে এই কথা জানিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের সহাকারী অধ্যাপক ডা. সাইফুন্নাহার।

তিনি আরো জানান, এক গবেষণায় ৪১.২% লোক এখনো সাইকোট্রপিক মেডিসিনকে ভয়ংকর মনে করেন।

উক্ত প্রেজেন্টেশনে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ঝুনু সামসুন্নাহার এবং ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আজিজুল ইসলাম।

প্রেজেন্টেশন শেষে তার হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleকোভিডের থেকে আত্মহত্যার মৃত্যুহার বেশী
Next articleবেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারি না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here