সম্পর্ক উন্নয়ণে করণীয়

সম্পর্কের বাঁধন মজবুত করুন কিছু সহজ উপায়ে

সঙ্গীর কাছে ভালোবাসা ও সম্মান কে না চায়। সঙ্গীর সাথে মনের মিল এবং মজবুত সম্পর্ক পেতে পালন করুন কিছু বাস্তবধর্মী কৌশল।

বলতে গেলে সবাইই সঙ্গীর সাথে এমন সম্পর্ক চায় যেটিতে তারা উভয়ই সুখী থাকবে, একে অপরের খেয়াল রাখবে এবং যে সম্পর্কে বিশ্বাস, আস্থা, প্রত্যাশার প্রতিফলন, ইতিবাচক মনোভাব ও সম্মান থাকবে। কিন্তু অধিকাংশ সময়ই আমরা এটা নিয়ে সন্দিহান থাকি যে এমন মজবুত সম্পর্ক গড়ে তোলার উপায় কি?

সাধারণত আমরা আমাদের চারপাশের সম্পর্ক গুলো দেখেই শেখার চেষ্টা করি। তাদের চাওয়া পাওয়া গুলো কি কি, তাদের সমস্যা গুলো কি কি বা কিভাবে তারা সেগুলো সমাধানের প্রয়াস করছে। আর অনুকরণ করে নিজের সম্পর্কে সেগুলোর প্রতিফলন ঘটানোর এই প্রয়াস অধিকাংশ সময়েই ব্যর্থ হয়।

এর কারণ হল, পৃথিবীতে প্রতিটি মানুষ এবং তাদের ব্যক্তিত্ব আলাদা। তাই অন্তরঙ্গ সম্পর্কে একে অপরের প্রতি মনোভাব, প্রত্যাশা,  সমস্যা, বা সমস্যার সমাধান সব কিছুই হয় ভিন্ন ভিন্ন। একজনকে দেখে অপর জনকে বিচার করতে গেলে কখনোই সফলভাবে সমাধান খুঁজে পাওয়া সম্ভব হয় না।

তবে অন্যদের জীবন থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা যেতে পারে। আর এই শিক্ষা নিজের জীবনে ও সম্পর্কে সঠিক ভাবে প্রয়োগ করলেই একটি দীর্ঘস্থায়ী, সুন্দর সম্পর্ক অর্থাৎ মজবুত সম্পর্ক গড়ে তোলা যায়। নিচে কিছু কৌশল তুলে ধরা হল যেগুলো অনুসরণ করে আপনি নিজের মনের মত একটি সম্পর্ক গড়ে তুলতে পারবেন।

সঙ্গীর প্রতি সম্পূর্ণ সমর্পণ

সম্পর্কে দুজনারই একে অপরের প্রতি সম্পূর্ণ সমর্পণ থাকা প্রয়োজন। একে অপরকে সব সময়, সব পরিস্থিতিতে সাপোর্ট করা সম্পূর্ণ সমর্পণেরই অংশ।

মনস্তাত্ত্বিক বোঝাপড়া

একে অপরের মন বুঝে চলা উচিত। মনস্তাত্ত্বিক বোঝাপড়া দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি।

শারীরিক সম্পর্ক

শারীরিক সম্পর্ক বলতে শুধু মাত্র যৌন সম্পর্ককেই বোঝায় না। যৌন সম্পর্ক অবশ্যই সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি অংশ কিন্তু একে অপরকে আলিঙ্গন করা, হাত ধরা, চোখে চোখ রাখা, চুমু খাওয়া ইত্যাদি বিষয় সম্পর্কে প্রাণ এনে দেয়।

সম্মান

যে কোন ফলপ্রসূ সম্পর্কে সম্মান থাকা অত্যন্ত জরুরী। একে অপরের মনোভাব ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

প্রশংসা

প্রশংসা মন ভালো রাখার ও অনুপ্রেরণা প্রদানের একটি অন্যতম হাতিয়ার। তাই একে অপরের প্রশংসা করুন।

গঠনমূলক সমালোচনা

একে অপরের ভুল ভ্রান্তিকে গঠনমূলক ভাবে সমালোচনা করুন। খেয়াল রাখবেন অপমান করলে ভালো কথাও অনেক সময় খারাপ ফল বয়ে আনে।

বাস্তবধর্মী প্রত্যাশা

একে অপরের কাছে বাস্তবধর্মী প্রত্যাশা করুন। এতে করে চাওয়া পাওয়ায় শূন্যতা সৃষ্টি হবে না।

ক্ষমাশীলতা

একে অপরের প্রতি ক্ষমাশীল মনোভাব রাখুন। এতে করে বিভিন্ন সময়ে সম্পর্কে আসা জটিলতা সহজে দূর হয়ে যাবে এবং সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।

উপরের বিষয়গুলো খেয়াল রাখলে প্রত্যাশা করা যায় যে, সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মনের মত হবে এবং সেটি দীর্ঘস্থায়ী ও মজবুতও হবে।

লিংক: https://www.psychologytoday.com/intl/blog/in-flux/202107/10-ways-keep-your-relationship-healthy-and-fulfilling

অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleমহামারীতে মানসিক শক্তি বাড়াবে পরিবার ও বন্ধুদের সাথে পুনর্মিলন
Next articleপ্যানিক ডিজঅর্ডার ও আকুপ্রেশার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here