বিএপি’র ১ম জাতীয় বৈজ্ঞানিক কনফারেন্স অনুষ্ঠিত

0
21

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টসের(বিএপি)’র ১ম জাতীয় বৈজ্ঞানিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে ডিসেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

‘Prioritizing Mental Health during Covid-19 Pandemic and Beyond’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কনফারেন্সটিতে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টসের(বিএপি)’র সভাপতি অধ্যাপক ডা. মোঃ ওয়াজিউল আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. এম এ আজিজ, ডিজিএইচএস এর সহকারী পরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, নিউরোডেভেলপমেন্টাল ডিজেবিলিটি প্রটেকশন ট্রাষ্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ডা. মোঃ গোলাম রব্বানী, বিএপি’র সায়েন্টিফিক কমিটির কার্যনির্বাহী সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিএপি’র সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএপি’র সায়েন্টিফিক কমিটির সেক্রেটারী ডা. মো. জিল্লুর রহমান খান।

কনফারেন্সে মোট ৪৩টি প্রেজেন্টেশন তুলে ধরেন দেশের মনোরোগ বিশেষজ্ঞ, ডাক্তার, ইন্টার্ন চিকিৎসকগন। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ কনফারেন্স চলে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত। অনুষ্ঠানের শেষে কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

কনফারেন্সটির সায়েন্টিফিক পার্টনার ছিলো জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে মিডিয়া পার্টনার মনের খবর টিভি।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleবিএপি’র ১ম জাতীয় বৈজ্ঞানিক কনফারেন্স
Next articleশুধু থিওরিটিক্যাল নয়, গবেষণামূলক কাজে আগ্রহ বাড়াতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here