বগুড়ায় শিক্ষার্থীদের মাদকবিরোধী সাইকেল র‌্যালি

0
39
বগুড়ায় শিক্ষার্থীদের মাদকবিরোধী সাইকেল র‌্যালি
বগুড়ায় শিক্ষার্থীদের মাদকবিরোধী সাইকেল র‌্যালি
সারাদেশে র‌্যাবের মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ায় প্রায় ১৫০০ শিক্ষার্থীদের নিয়ে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি এলাকায় অবস্থিত আজিজুল হক কলেজ পুরনো ভবন মাঠ থেকে মাদকবিরোধী এ সাইকেল র‌্যালিটি শুরু হয়।
প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরের দত্তবাড়ি, বড়গোলা ও প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এর আগে, সকাল সাড়ে ১১ টায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার শপথ গ্রহণ করানো হয়।
বগুড়া সদর উপজেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৪৭ জন শিক্ষার্থী ও মোট ১০৪ জন শিক্ষক র‌্যালিটিতে অংশগ্রহন করেন।
র‌্যালিটির উদ্বোধনী বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। আজকের প্রজন্ম যখন বড় হবে তখন তারা আধুনিক বাংলাদেশ গড়বে। এ জন্যেই আগামীর দেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে জয়লাভ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক এ কে এম হাফিজ আক্তার, র‌্যাব-১২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজাহান আলী, বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, র‌্যাব বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী প্রমূখ।
Previous articleপর্যাপ্ত ঘুম কমিয়ে দেবে উৎপাতের মাত্রা, দাবি গবেষণার
Next articleকরোনা ভাইরাস ও আমাদের থুথু'ভ্যাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here