দুই তৃতীয়াংশ অভিভাবক সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন

দুই তৃতীয়াংশ অভিভাবক তাদের সন্তানদের অনাগত মানসিক সমস্যার ব্যাপারে সব সময় উদ্বিগ্ন থাকেন। এছাড়াও অভিভাবকদের একটি বড় অংশ তাদের সন্তানদের ভবিষ্যৎ জীবনসঙ্গী ও চাকুরির ব্যাপারে দুশ্চিন্তায় ভুগেন।
২০৬১ জন পূর্ণ বয়ষ্ক মানুষের মাঝে (যাদের মধ্যে ৫০০ জন অভিভাবক ছিলেন) NHS children’s and adolescent mental health services কতৃক পরিচালিত এক জরিপে দেখ যায়, ৬৭% অভিভাবক মনে করেন তাদের সন্তান বড় কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হতে পারে। এবং এই নিয়ে তারা এক প্রকার উদ্বেগের মধ্যে দিনপাত করে থাকেন।
এছাড়াও ৪৯% অভিভাবক সন্তানের জীবনসঙ্গী নির্বাচন এবং ৪৪% অভিভাবক সন্তানের চাকুরির ব্যাপার নিয়ে উদ্বেগে থাকেন বলে জরিপে উঠে আসে।
জরিপের ফলাফল প্রসঙ্গে ট্রান্সফর্মিং মেন্টাল হেলথে-এর প্রধান নির্বাহী সিনথিয়া জয়েস বলেন, “এটা দুঃখজনক যে অধিকাংশ মানসিক রোগ নিরাময়যোগ্য জেনেও অভিভাবকদের একটা বড় অংশ তাদের সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে অধিক উদ্বিগ্ন থাকেন।”
উল্লেখ্য, ইংল্যান্ডে প্রতি ১০ জন শিশু কিশোরের মধ্যে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকে।
তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
মনেরখবর.কম

Previous articleআপনি Post Concussional Syndrome সমস্যায় ভূগছেন
Next articleমনে মনে কবিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here