দক্ষিণ আফ্রিকায় লকডাউনে অপরাধ আচরণে মৌলিক পরিবর্তন ঘটেছে

0
26

দক্ষিণ আফ্রিকান পুলিশ সেবা-`দি সাউথ আফ্রিকান পুলিশ সাভিস (এসএপিএস)’ তাদের দেশের সর্বশেষ পরিসংখ্যান উপস্থাপন করেছে। তাতে ২০২১/’২২ সালের এক চতুথাংশ-২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের অপরাধের পরিসংখ্যান এসেছে। ২০২০ সালের এই সময়ের তুলনায় এবার অপরাধ সামান্য কমেছে, যদিও তাতে কভিড-১৯ রোগের লকডাউন একটি প্রভাব ফেলেছে।

এসপিএসের নিয়মিত তথ্য সংগ্রহ সংগ্রহ ও প্রদানের ধারায় পুলিশ মন্ত্রণালয় ২০১৯ সালের দ্বিতীয় ভাগের সঙ্গেও এবারের স্বাভাবিক অপরাধের ধারাকে তুলনা করেছেন। এপিএস বলেছে, লকডাউনের কারণে এবার অপরাধ আচরণে মৌলিক পরিবর্তন ঘটেছে। খুন নিদিষ্টভাবে বেড়েছে-এবার পুলিশ মোট ৬ হাজার ১শ ৬৩ খুনের রেকর্ড করতে পেরেছে। আগেরবার এই সময়ে খুন হয়েছেন মোট ৫ হাজার ১শ ৭ জন। এবার ২০ দশমিক ৭ শতাংশ খুন বেশি হয়েছে।

আগেরবারের চেয়ে এবার ৭ ভাগ বেড়েছে যোগাযোগ-সংক্রান্ত অপরাধগুলো। এসএপিএস বলেছে, এটি প্রধানত হয়েছে কাউজুলু নাটাল ও গাউটেংয়ে দাঙ্গার কারণে। ৩০ দশমিক ২ শতাংশ অগ্নিসংযোগের অপরাধ বাড়িয়ে দিয়েছে, বিদ্বেষে সম্পদের ক্ষতি বাড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

বাড়িতে থাকেন না, এমন কর্তাদের বাসগৃহগুলোতে পূর্বানুমানের ভিত্তিতে দরজা ভেঙে চুরি পরিসংখ্যানে বেড়েছে ১৮ দশমিক ৭ শতাংশ, অনিয়ন্ত্রিত চুরি অনেক দোকানে এই সময়ে হয়েছে; সে হিসেব এই অংশের পরিসংখ্যানকে বাড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকার অপরাধ পরিসংখ্যান :
২০২০ ও ২০২১ সালের এই সময়ের তুলনা হাজির করেছে তাদের পুলিশ। তাতে বলা হয়েছে, ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে যোগাযোগ করে অপরাধ (খুন, খুনের অপচেষ্টা, যৌনাপরাধগুলো, হামলা, ডাকাতি) হয়েছে মোট ১ লাখ ৩৫ হাজার ৮ শ ২১টি; ২০২১ সালের সময়ে এমন অপরাধগুলো হয়েছে মোট ১ লাখ ৩৭ হাজার ১শ ৪৫ টি। ফলে এবার এমন অপরাধ বেড়েছে ১ শতাংশ।

যোগাযোগ সংক্রান্ত অপরাধ (অগ্নিসংযোগ, বিদ্বেষে সম্পত্তির ক্ষতিসাধন) আগের বছর এই সময়ে হয়েছে মোট ২৬ হাজার ৯শ ৯১টি; এবার অপরাধটি বেড়ে হয়েছে মোট ২৮ হাজার ৯শ ৮৮ টি। অপরাধটি বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

সম্পত্তি-সম্পর্কিত অপরাধ হয়েছে আগে ৯৫ হাজার ৫শ ১৬ টি হয়েছে। এবার হয়েছে মোট ৮৯ হাজার ৫শ ৭৬টি। পুলিশ, বিচার বিভাগ ও সরকারকে খুশি করে এবার এমন অপরাধ আগের চেয়ে বেশ কমেছে-৬ দশমিক ২ শতাংশ।

অন্যান্য গুরুতর অপরাধ (বাণিজ্যিক অপরাধ, দোকানপাট উঠিয়ে দেওয়াসহ অন্যান্য ধরণের অপরাধ, উত্তেজিত হয়ে ডাকাতিসহ আছে-হাইজ্যাক, বাড়িঘরে ডাকাতি, নগদ টাকা পরিবহণের সময় ডাকাতি) আগের বছর এই সময়ে হয়েছে মোট ৯৩ হাজার ৯শ ৪৯টি; এবার এই অপরাধ সামান্য বেড়ে মোট হিসেবে হয়েছে ৯৪ হাজার ৮শ ১০টি। ফলে আগেরবারের চেয়ে এমন অপরাধ বেড়েছে শূণ্য দশমিক ৯ শতাংশ।

অপরাধের বিভাগগুলোর মধ্যে আরো যুক্ত আছে বন্দুকের ব্যবহার, মাদক বা মদে আসক্ত হয়ে যানবাহন চালানো, অবৈধ মাদকের ব্যবহার, নিজের কাছে রাখা বা ক্রয়-বিক্রয় করা।

সব অপরাধ নিয়ে আগেরবার মোট পাবলিক রিপোর্ট হয়েছে ৩ লাখ ৫২ হাজার ২শ ৭৭টি; এবার হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৫শ ১৯টি। ফলে এটি আগেরবারের চেয়ে শূণ্য দশমিক ৫ শতাংশ কমেছে। পুলিশের অভিযানে ও কাজ করার মাধ্যমে অপরাধ উৎঘাটিত (তাতে আছে-কার্যকর পুলিশি কার্যক্রম তাতে রোড বন্ধ করা ও তল্লাশি) হয়েছে আগের বছর এই সময়ে মোট ১৮ হাজার ২শ ৩৫টি। এবার হয়েছে বেশি ১৯ হাজার ৮৩টি। পুলিশের অভিযানের সফলতা বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।

পুলিশের রির্পোটে অপরাধ সবচেয়ে বেড়েছে অগ্নিসংযোগে। ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে অপরাধটি হয়েছে মোট ৯শ ৮৬। ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে অগ্নিসংযোগ হয়েছে মোট ১ হাজার ২শ ৮৪টি। ফলে অগ্নিসংযোগ অনেক বেড়েছে-৩০ দশমিক ২ শতাংশ অগ্নিসংযোগ বেড়েছে।

খুন আগেরবার এই সময়ে হয়েছে মোট ৫ হাজার ১শ ৭টি; এবার হয়েছে ৬ হাজার ১শ ৬৩টি। এই অপরাধ বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ। পূর্বানুমান ছাড়াই অনাবাসিকের দরজা ভেঙে চুরি হয়েছে গতবার এই সময়ে মোট ১৫ হাজার ৮শ ৮১টি। এবার হয়েছে ১৮ হাজার ৭শ ৭৬টি। অপরাধটি এই সময়ে বেড়েছে ১৮ দশমিক ২ শতাংশ।

বাণিজ্যিক অপরাধ আগেরবার এই সময়ে হয়েছে মোট ২১ হাজার ৯শ ৮১টি। এবার হয়েছে ২৪ হাজার ৬শ ১৩টি। অপরাধটি বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

বিদ্বেষপরায়ণ হয়ে সম্পত্তির ক্ষতিসাধণের অপরাধ হয়েছে আগের বছর এই সময়ে মোট ২৬ হাজার ৫টি। এবার হয়েছে ২৭ হাজার ৭শ ৪টি। অপরাধটি বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

যৌনাপরাধ আগের বছর এই সময়ে হয়েছে মোট ১১ হাজার ৪শ ২৩টি। এবার বেড়ে হয়েছে ১১ হাজার ৯শ ৬৫টিতে। অপরাধটির হার বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।

খুনের প্রচেষ্টার অপরাধ আগেরবার হয়েছে এই সময়ে ৪ হাজার ৯শ ৪১টি। এই সময়ে বেড়েছে ৫ হাজার ১শ ৫৭টি। অপরাধটির হার বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

এতকিছুর পরও ভালো খবর হলো, ২০১৯ সালের চেয়ে দক্ষিণ আফ্রিকায় এবার অপরাধের উন্নতির দিকে গিয়েছে। যদিও কয়েকটি সূচকে সেবারের চেয়ে অপরাধ অনেক বেড়েছে।

বিজনেসটেক থেকে অনুবাদ করেছেন ওমর শাহেদ, ২০ নভেম্বর, ২০২১।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleকিশোর অপরাধীদের মানসিক স্বাস্থ্যসেবা জোরদার করতে হবে
Next articleকর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য হুমকিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here