Friday, June 13, 2025

ঘুম, বিভ্রান্তি ও বোবাধরা

প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।

প্রতিদিনের চিঠি

চিঠি

রোগীর বয়স-২৭। মাসখানেক ধরে এই সমস্যাগুলো হচ্ছে। রোগীর সমস্যা হলো-ঘুমের মধ্যে গলা ও বুক চেপে ধরা, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া ,স্বামীর সাথে মিলন হয় এমন স্বপ্ন দেখা ,দিনে ও রাতে ঘুমানোর সময় ঘুম আসতে না আসতে বোবাই ধরে ঘুম ভেঙ্গে যাওয়া।

মনের খবর ম্যগাজিনে

উত্তর

ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। কিন্তু উনি কোথায় থাকেন, কী করেন, উনার স্বামী কী করেন, উনার আগে থেকে কোনো রোগ ছিল কি না, কবে থেকে এই সমস্যাগুলো চলছে—এই বিষয়গুলোর কিছু বিস্তারিত জানা গেল না।
বিস্তারিত না জানলে শুধু ঘুমের সমস্যা দেখে একজন মানুষকে পুরোপুরি রোগ বা সমস্যা আছে—এটা বলা যায় না।

তাই আমাদের প্রথমেই যা করতে হবে, সেটা হলো—
উনাকে বলা উচিত যে, আমাদের কাছে বিস্তারিতভাবে সব কিছু বলতে হবে:
কবে থেকে সমস্যা শুরু, ঘুমের কী সমস্যা, খাওয়ার সমস্যা আছে কি না, মানুষের সঙ্গে চলাফেরা বা কাজকর্মে কোনো সমস্যা হয় কি না—এসব বিষয় জানা দরকার।

এবং উনার কাছাকাছি একজন মনোরোগ বিশেষজ্ঞকে সরাসরি দেখানো উচিত। কারণ এভাবে প্রশ্ন করলে সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়, বরং ভুল হতে পারে।
তাই আমি অনুরোধ করব, সরাসরি একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।

ইতি,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

অধ্যাপক ও চেয়ারম্যান (এক্স), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
মনোরোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ।
চেম্বার:MK4C, মনের খবর ফর কেয়ার
মগবাজার রেইল গেইট।
চেম্বার সিরিয়াল: ০১৮৫৮৭২৭০৩০
অনলাইন: ০১৮৪৪৬১৮৪৮৪