মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক কার্যক্রম ‘কথা বলো কথা বলি’

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক কার্যক্রম ‘ কথা বলো কথা বলি’

২০১৯ সালে করোনা ভাইরাস প্রথম দেখা দেয় চীনের উহান শহরে। তারপর একের পর এক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বাংলাদেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে ৮ মার্চ, ২০২০। তারপর একের পর এক অনেক মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়, অনেক স্বজন তাদের প্রিয়জনকে হারান। গত কাল পর্যন্ত সরকারি তথ্য মতে, বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৭ হাজার ৩ শত ৪৭ জন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ১৭ হাজার, ৬ শত ৪২ জন এবং করোনায় মারা যান ২৭ হাজার ৫ শত ৫৫ জন। এদের মধ্যে অনেক নার্স, চিকিৎসক, মেডিকেল ও মেডিসিন বিশেষজ্ঞ এবং এর সাথে সম্পর্কিত অনেক কর্মী মারা যান। অনেক স্বজন তাদের প্রিয়জনকে হারিয়েছেন। এমন স্বজনহারা ব্যক্তিরা করোনা মহামারিকালে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। অনেকে মানসিক রোগে ভোগেন। এইসব স্বজনহারাদের কথা বিবেচনা করে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম ‘কথা বলো কথা বলি’ শুরু হয়েছে যার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘মনের খবর’ এবং সহযোগিতায় রয়েছে বাংলাদেশের স্বেচ্ছাসেবকমূলক, অরাজনৈতিক, অলাভজনক বেসরকারি সংস্থা Organization for Human Development Initiatives through Research (OHDIR) Foundation। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত সেবাগ্রহীতারা যেকোনো দিন প্রথমে সিরিয়াল নিয়ে মানসিক স্বাস্থ্য সেবা পেতে পারবেন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত; কথা বলো কথা বলি কার্যক্রমের হটলাইন নম্বরঃ ০১৪০৭৪৯৭৬৯৬ । স্বজনহারাদের সাথে কথা বলবেন মনোবিদ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞগন।

এছাড়া, ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিরা (Corona Concern) Psychological Care for the Family Members নামে ফেসবুক গ্রুপে সংযুক্ত হয়ে ‘কথা বলো কথা বলি’ কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

‘কথা বলো কথা বলি’ কার্যক্রমে যেসকল বিশেষজ্ঞগণ সেবা প্রদান করছেন তারা হলেন:

অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, চেয়ারম্যান, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

ডা. নিয়াজ মোহাম্মদ খান, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

অধ্যাপক ড. মেহজাবীন হক, চেয়ারপার্সন, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ড. মোহাম্মাদ কামরুজ্জামান মজুমদার, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সেলিনা ফাতেমা বিনতে শহীদ, সহকারী অধ্যাপক (ক্লিনিক্যাল সাইকোলজি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

তামিমা তানজিন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়।

উম্মে কাউসার, সহকারী অধ্যাপক, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

জোবেদা খাতুন, সহকারী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

নাজমী আরা বেগম, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সেন্টার ফর মেন্টাল হেলথ অ্যান্ড কেয়ার বাংলাদেশ।

এ্যানি বাড়ৈ, সাইকোসোশ্যাল কাউন্সিলর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

ডা. সামিনা হক, চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট।

ডা. সাদিয়া আফরিন, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।

ডা. রায়হান সিদ্দিক, রেসিডেন্ট (সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।

ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর, রেসিডেন্ট (সাইকিয়াট্রি), এনআইএমএইচ।

ডা. জহর দত্ত, রেসিডেন্ট (সাইকিয়াট্রি), এনআইএমএইচ।

ডা. আফরোজা আক্তার, রেসিডেন্ট (সাইকিয়াট্রি), সিওমেক।

ডা. মুকুল চন্দ্র নাথ, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।

ডা. নাহিদ আফসানা কওমী, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।

ডা. সুমাইয়া বিনতে জলিল, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।

ডা. মুনীম রেজা, রেসিডেন্ট (চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি), বিএসএমএমইউ।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleগেমসে আসক্তি, ভাংচুর, স্ত্রীর গায়ে হাত তোলা: সমাধান কী?
Next articleট্রাইপ্যানোফোবিয়া: ইনজেকশনের সূচে ভয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here