স্বাস্থ্য সেবা বিভাগের অটিজম ও এনডিডি সেলের পরিচালক হলেন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোরশেদ। গতকাল ২৬ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিযুক্ত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোরশেদ’কে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কৌশলপত্র এবং মানসিক স্বাস্থ্যনীতি প্রণয়নের কাজে সহযোগিতার জন্য স্বাস্থ্য সেবা বিভাগের অটিজম ও এনডিডি সেলে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত ‘পরিচালক’ পদে সংযুক্ত করা হলো।
মানসিক স্বাস্থ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২৯টি প্রবন্ধ রচনা করেছেন তিনি। যা অনেক বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

